Posted on 27/05/2021
প্রয়াত অসীম বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশে নিবেদিত
শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
মাননীয় মুখ্যমন্ত্রী,
পশ্চিমবঙ্গ সরকার
বিষয়ঃ বিজেপিকে বলছি, “আপনি আচরি ধর্ম পরেরে শিখাও”
শ্রদ্ধেয়া দিদি,
আপিসি সম্বোধন না করে আত্মীয়বাচক সম্বোধন করার জন্য নিশ্চয়ই আপনি রাগ করবেন না, কেননা, আমরা সবাই আত্মীয়-সমাজের সদস্য। আপনি তো বারংবার বলেন “আমি তোমাদেরই লোক”।
প্রথমেই শ্রদ্ধা জানাই এবং নীরবতা পালন করি প্রয়াত অসীম বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে—
আপনার সহজিয়া যাপনের সঙ্গে বিস্তর ফারাক আরেক “বিরাট আকার”-এর (?!)। সে বিষয়েই একটি পাঁচ-মিনিটের তথ্যচিত্র ঠাট্টার মেজাজে আপনার কাছে নিবেদন করছি। সন্ত কবীরদাসের দোঁহা (গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া)-র সঙ্গে তাল মিলিয়ে theme এবং variation-এর তফাৎ তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত, অভিনন্দন জানাই এককভাবে বাংলায় অশুভ শক্তির অনুপ্রবেশকে রুখে দেওয়ার জন্য। এ আমাদের “হরিষে বিষাদ”। একদিকে দুই সুপার-স্প্রেডার ডেইলি প্যাসেঞ্জারের জন্য বাংলায় মৃত্যু আর অসুস্থতার মিছিল আর অন্যদিকে ফ্যাসিবাদী মৌলবাদী শক্তির পরাভব। এ বড়ো আনন্দের সময়, এ বড়ো শোকের সময়।
এই মূহুর্তে নারদা-সারদা কান্ড নিয়ে যে ঘটনা কেন্দ্রীয় শাসকদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটাচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে আপনার কাছে কিছু তথ্য নিবেদন করতে চাই। এ যেন “চালুনি বলে ছুঁচকে”। তথ্যগুলো একের পর এক হাইপারলিঙ্ক সহ আপনার কাছে পেশ করছি। একটি পিপিটি ফাইলে এর সারাংশ জমা করা আছেঃ
১।। প্রথমত জানাই, দাউদ ইব্রাহিম এবং ইকবাল মির্চির সঙ্গে মিলিত হয়ে এই ভয়ঙ্কর ধর্মীয় এবং বাজারী মৌলবাদী দলটি দেওয়ান হাউজিং ফিনান্স কর্পোরেশন লিমিটেড (DHFL)-এর কাছ থেকে বিপুল টাকা নিয়েও তাদের দেউলিয়া করে দিয়েছে।
ফলে, সাধারণ মানুষ, যাঁরা এই কোম্পনিতে টাকা রেখেছিলেন, তাঁরা আজ মৃত্যুর সঙ্গে মোকাবিলা করছেন। এই কারণেই কংগ্রেস লোকসভায় বলেছিলোঃ
এবার বাকি তথ্যগুলো বিভিন্ন খবরের কাগজ এবং বৈদ্যুতিন মাধ্যম থেকে জড়ো করে দিলাম। আশা করি এগুলো আপনার কাজে লাগবেঃ
“False” allegations on the collusion among the BJP, Dawood-Mirchi, and the DHFL VIEW HERE ⤡ (দমবন্ধ ফ্যাসিস্টদের কথা মাথায় রেখেই ঠাট্টা করে এই চিঠি লিখেছি)।
· BJP Received Donation From Company Being Probed for ‘Terror Funding’ VIEW HERE ⤡ (As reported on 22nd Nov, 2019 ©The Wire)
· BJP got funds from Mirchi-linked firm VIEW HERE ⤡ (As reported on Nov 23, 2019 ©The Times of India)
· BJP received donation from company being probed for ‘terror funding’ by ED VIEW HERE ⤡ (As reported on Nov 22, 2019 ©The National Herald)
· Hypocrisy much? Report says BJP received huge funding from terror-accused company! VIEW HERE ⤡ (As reported on Nov 22, 2019 ©The Free Press)
· Dawood Ibrahim associate financed election of Indian PM Modi: report VIEW HERE ⤡ (As reported on Nov 22, 2019 © Geo News)
· Opposition accuses BJP of receiving money from firm under probe for ‘terror funding’ VIEW HERE ⤡ (As reported on Nov 22, 2019 ©Business Today)
২।। এই ধরণের টেরর ফান্ডিং-এর দৌলতে ফুলে-ফেপে উঠছে বিজেপি-নামক সন্ত্রাসী বর্বর দলটির সম্পদ। মদত দিচ্ছে আর এস এস। তৈরি হচ্ছে ছায়া অর্থনীতি। দুজন মাত্তর ধনপতির জন্য ক্ষতিগ্রস্ত শুধু অন্য ধনপতিরাই হচ্ছেন না, মার খাচ্ছে আমজনতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এ কারণেই যে আপনি আর এস এস-এর মগজ ধোলাই-এর ইস্কুলগুলোর অনেকগুলোকেই বন্ধ করতে পেরেছেন।
Three-year-old news of 125 RSS-run schools banned by West Bengal govt viral as recent VIEW HERE ⤡ (As reported on 6th May, 2021 ©ALTNEWS)
আর এস এস-এর মগজধোলাই প্রক্রিয়ার সামান্য একটি নমুনা “তমস” ছবি থেকে দিলুমঃ
২।। ক)
· BJP’s Declared Assets Increased By 627% in 10 Years: ADR Report VIEW HERE ⤡ (as reported on October 17 2017 © Bloomberg Quint)
· BJP highest earner in FY19 at Rs 2,410 crore; TMC’s income spikes 3,628% VIEW HERE⤡ (as reported on January 16, 2020 ©Business Today)
· BJP’s assets increased by 22% in 2017-18, Congress’ down by 15%: ADR VIEW HERE ⤡ (as reported on 01 Aug 2019 © Economic Times)
২।। খ) এমনকি এদের নেতাদেরও ব্যক্তিগত সম্পত্তির বাড়বাড়ন্তঃ
• 503 Lok Sabha MPs including Amit Shah failed to furnish property details: RTI reply VIEW HERE ⤡ (As reported on 23rd January 2020 ©The Indian Express)
• PM Narendra Modi’s assets rise 52% in 5 years; affidavit says 0 criminal case, liabilities VIEW HERE ⤡ (As reported on April 26, 2019 ©India Today)
• Modi’s 2019 Election Affidavit Raises Fresh Questions About His Land Assets VIEW HERE ⤡ (As reported on 30th April, 2019 © The Wire)
• Did Narendra Modi omit details of his land assets in his election affidavits? VIEW HERE ⤡ (As reported on 15th April 2019 ©The Caravan)
• Amit Shah’s Son Delayed Filings, His Total Income Rose By 15000% From 2014-19: Report VIEW HERE⤡ (As reported on 5 Nov 2019 ©The Logical Indian)
• Amit Shah’s son’s 6 crore company got credit facility worth 97 crore, says Congress VIEW HERE ⤡ (As reported on 11 Aug 2018, ©National Herald)
এই ধরণের বন্দোবস্তকে পরিভাষায় বলা হয়ঃ Crony And Monopoly Capitalism ⤡. এর অবশ্যম্ভাবী ফল শুধু আমাদেরই ভুগতে হবে না, পরবর্তী নবীন প্রজন্মকেও এর খেসারত দিতে হবে। এই জন্যই ২০১৯ সালে বিশিষ্ট সমাজ-মনোবিজ্ঞানী আশিস নন্দী বলেছিলেনঃ One generation will have to bear the cost of what Modi has done: Ashis Nandy analyses the election verdict⤡।
৩।। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এনারা যে বিল এবং আইনগুলো আনছেন, সে সিএএ-ই হোক, ডিপিবি (Data Protection/Privacy Bill)-ই হোক, অথবা আইবিসিই হোক, সেগুলো বদ-উদ্দেশ্যপ্রণোদিত। এবং, একটা উদাহরণ দিইঃ আইবিসি (২০১৬)-র সঙ্গে না মেলে কোম্পানি অ্যাক্ট, এনএইচবি অ্যাক্ট অথবা আরবিআই অ্যাক্ট। মোদ্দা কথা, এগুলো অসঙ্গতিপূর্ণ। এঁরা একএকজনের ক্ষেত্রে একএকরকম আচরণ করছে। The IL&FS, Dewan Housing Finance Corporation (DHFL), Punjab and Maharashtra Cooperative Bank (PMC), Yes Bank, Lakshmi Vilas Bank (LVB)-এর মধ্যে একমাত্র DHFL-কেই নিয়ে আসা হয়েছে ২০১৬ সালের আইবিসি অ্যাক্টের ভিতরে। অথচ, অন্য ধণপতিরা যেমন ছাড় পেয়ে গেলেন, তেমনি আশ্চর্যজনকভাবে ৫০ জন সেচ্ছাকৃত ঋণখেলাপির ৬৮ হাজার কোটি টাকা এই প্যান্ডেমিকের দুঃসময়ে মুকুব করে দিলো রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলো।
এর ফলাফল আপনি বুঝতেই পারছেনঃ ব্যাপক ব্যাঙ্করাপ্সি। সাধারণ মানুষ তাঁদের বিদুরের খুদ রাখবেন কোথায়?
Union Budget: 2 PSU banks, 1 insurance firm to be privatised, LIC IPO this year VIEW HERE ⤡ (As reported on Feb 01 2021 ©Hindustan Times)
Bank of India among four banks shortlisted for potential privatisation: Report VIEW HERE ⤡ (As reported on 15 Feb 2021 ©The Mint )
এতো সংবিধান প্রস্তাবনায় উল্লেখিত “সমাজতন্ত্র”-এর ব্যাপক বিরোধিতা– শ্রদ্ধেয়া ইন্দিরা গান্ধীর ব্যাঙ্কের জাতীয়করণের বিরোধিতা। অর্থাৎ, এরা যেন শুধু সাংবিধানিক ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে নয়, সমাজতান্ত্রিক আদর্শেরও বিরুদ্ধে–অর্থাৎ একই সঙ্গে এনারা বাজারী এবং ধর্মীয় মৌলবাদী। যাঁরা (৩৭%, ৬০ কোটি নির্বাচকদের মধ্যে ২২ কোটি মানুষ) বিজেপি (এখন আর ‘এন ডি এ’ বলছি না) সরকারকে নির্বাচন করেছেন, তাঁরা কি তবে সরকার নির্বাচন করলেন বেসরকারীকরণের জন্য?
৪।। এই সন্ত্রাসী পার্টিটির আরেকটি অবদান Electoral Bonds’ Scam. এঁরা মুখে হিন্দুধর্মের সম্প্রচার করে বলে দাবী করে, অথচ ঈশোপোনিষদের এই কথাটুকুও জানেনা যে সত্যকে লুকিয়ে রাখতে নেই—তাকে উন্মোচিত করতে হয়ঃ
हिरण्मयेन पात्रेण सत्यस्यापिहितं मुखम्।
तत् त्वं पूषन्नपावृणु सत्यधर्माय दृष्टये ॥१५॥
— ईशावास्योपनिषत्
“সোনার পাত্তর দিয়ে ঢাকা আছে সত্যের মুখ।
হে পূষণ, এ আবরণ তুমি খুলে দাও। আমাদের দৃষ্টিতে উদ্ভাসিত হোক সত্যধর্মের আলো।”
— ঈশোপোনিষদ, ১৫ নম্বর মন্তর
Ø Explained: Why is the electoral bond scheme being opposed by transparency activists? VIEW HERE ⤡ (As reported on March 30, 2021 ©The Indian Express)
Ø Decoding India’s electoral bonds scheme VIEW HERE ⤡ (As reported on Nov 30, 2019 ©Observer Research Foundation)
Ø Electoral bonds and The Foreign Contribution Regulation (FCRA) amendments pave the way for unaccounted political funding. VIEW HERE ⤡ (As reported on Mar 31, 2018 ©The Economic Times)
Ø At Rs 1,450 cr, BJP got 61% funding via Electoral Bonds before LS polls VIEW HERE ⤡ (As reported on Jan 10, 2020 © The Economic Times)
Ø Who made SBI accept expired electoral bonds sold in illegal window? Answer is, Modi government VIEW HERE ⤡ (As reported on Nov 22, 2019 ©Real Report)
Ø SBI Lied In RTI Replies On Electoral Bonds VIEW HERE ⤡ (As reported on 28/01/2020 ©Huffpost)
Ø The Political Fix: How BJP’s ‘transparent’ electoral bonds threaten to reshape Indian democracy VIEW HERE ⤡ (As reported on Nov 25, 2019 ©The Scroll.in )
Ø Electoral Bonds: ‘No Public Interest’ in Revealing Details of Political Donors, Says Top RTI Body VIEW HERE ⤡ (As reported on 23 Dec, 2020 ©The Wire)
Ø Supreme Court refuses to stay sale of electoral bonds ahead of Assembly polls. VIEW HERE ⤡ (As reported on March 27, 2021©The Hindu)
Ø Political parties yet to comply with RTI Act VIEW HERE ⤡ (As reported on March 21, 2019 © The Hindu)
Ø Electoral Bonds and Right to Information VIEW HERE ⤡ (As reported on 24 Dec, 2020 ©Drishti)
৫।। সবচেয়ে লজ্জার বিষয়ঃ পিএম কেয়ার্স ফান্ড। ব্যক্তিগত আখের গোছানোর জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলাঃ
Lack of transparency over Modi’s Covid-19 relief fund hurts Indian democracy VIEW HERE⤡ (As reported on 19 January, 2021, ©The Wire)
৬।। নিচে উল্লেখিত করদাতাদের টাকায় এই “ঐশ্বর্য্যের দারিদ্র্য”-এর নির্লজ্জ দেখনদারি দেখে তাই লজ্জা লাগে।
• The Rafale controversy explained in 10 points VIEW HERE ⤡ (As reported on November 01, 2018© The News Minute)
• “The government has maintained that the deal made is completely transparent but it was not possible to put on record the details of the deal since this information was termed as classified under the inter-governmental agreement between France and India. According to officials, the agreement has a confidentiality clause in the deal which was added due to national security concerns, which forbids the buyer and the seller from revealing any details of the pricing of the deal.”
• Rafale Deal | The Complete Controversy Explained by Dhruv Rathee VIEW HERE ⤡ (As reported on Dec 22, 2018 ©YouTube)
• Decoding the Rafale controversy VIEW HERE ⤡ (As reported on February 09, 2019©The Hindu
“At the beginning of five years, the promise is for Development, Jobs and Money in every citizen’s bank account. Nothing achieved, at the end of five years, the new promise is for grand Temples, giant Statues and Doles.”
— P. Chidambaram (@PChidambaram_IN), November 5, 2018
The Electoral Politics Of The Bjp’s Statue Nationalism VIEW HERE ⤡ (As reported on January 24, 2019©South Asian Voice)
India has begun building a HUGE new statue that will cost over €500 million ⤡ (As reported on 24 Dec, 2016 ©TheJournal.ie)
Govt spent Rs 3,000 cr on Patel statue, Rs 2.64 cr more in advertising it ⤡ (As reported on January 16, 2019 ©Business Standard)
Ayodhya’s Plan B: Rs 7.75-bn Ram statue project by Yogi Adityanath govt ⤡ (As reported on August 6, 2019 ©Business Standard)
Sixty former bureaucrats pen open letter to PM Modi against Central Vista project VIEW HERE ⤡ (As reported on March 18 2020 ©The News Minute)
Central Vista: Does Indian PM Narendra Modi really need a new house? VIEW HERE ⤡ (As reported on 25 May 2021 ©BBC News)
এসব দিয়ে আমাদের মতো হতদরিদ্র দেশের কি হবে বলুন তো?
৭।। এক নম্বর পয়েন্টের পরিপ্রেক্ষিতে আপনাকে জানাই, এই Dewan Housing Finance Corporation Limited (DHFL)-কে IBC-র অন্তর্ভুক্ত করে এক অদ্ভুত খেলা খেলছে বিজেপি এবং আর-এস-এস। তাদের অতি প্রিয় পাত্র মুকেশ আম্বানির জামাইয়ের বাবা অজয় পিরামলের হাতে জলের দরে বিকিয়ে দিচ্ছে এই কোম্পানিকে। যদিও এর বিরুদ্ধে অসাধারণ রায় দিয়েছেন NCLT-র বিচারকেরা (১৯শে মে, ২০২১; নিচে পিডিএফ জুড়ে দিচ্ছি)। সেই রায়কে রাতারাতি NCLAT-তে (অসম্ভব ব্যাপার) নিয়ে গেলেন আরবিআই নিয়োজিত প্রশাসক আর সুব্রমনিয়কুমার। এখানে আমরা নোংরা অন্তর্ঘাতের দুর্গন্ধ পাচ্ছি।
এই ধরণের দুর্নীতির ফলে যাঁরা ভুগছেন, তাদের মধ্যে যেমন রামকৃষ্ণ মিশনও আছেন, তেমনি আছেন একাধিক খ্রীষ্টিয় মিশনারী প্রতিষ্ঠান, ভারতীয় বায়ু সেনা, উত্তর প্রদেশের পাওয়ার কর্পোরেশন লিমিটেড (UPPCL) প্রমুখ। এদের মধ্যে অনেকেই দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী মানুষের সেবা করে থাকেন, যেমন Sasakawa-India Leprosy Foundation, যাঁরা ইতোমধ্যেই দিল্লি হাইকোর্টে এই বিষয়ে পি আই এল দায়ের করেছেন।
৮।। এঁরা আর এস এস-এর অযোগ্য স্বয়ংসেবকদের উঁচু পদে বসিয়ে যা-ইচ্ছে-তাই করছেন। একটা নমুনা দিইঃ আর বি আই- এর গভর্নর শক্তিকান্ত দাস।এনার সম্পর্কে বিজিপি দলেরই সদস্য সুব্রমনিয়াম স্বামী একাধিক অভিযোগ করেছেন। এমনকী নোবেল-বিজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও ছেড়ে কথা কননি।
এই বিষয়ে আমরা রাষ্ট্রপতিকে যাবতীয় তথ্যসমেত চিঠি দিয়েছি।
Demanding Expulsion of Mr. Shaktikanta Das, Governor, The Reserve Bank of India: A letter to the President of India VIEW HERE ⤡
৯।। সভ্যতার সংকটের মুখে দাঁড়িয়ে রবি ঠাকুর বলেছিলেনঃ “মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ”। কিন্তু গণতন্ত্রের চারটি প্রধাণ স্তম্ভের ওপরেই বিশ্বাস হারাচ্ছি এই স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারের দাপটে। এখানে একটি স্তম্ভের কথা বলিঃ বিচারব্যবস্থা। শুনে নেওয়া যাক কে কি বলছেনঃ
Here’s proof that poor get gallows, rich mostly escape. VIEW HERE ⤡ (As reported on JULY 21, 2015 ©The Times on India)
Judiciary ramshackled, going to court is useless: Ex-CJI Ranjan Gogoi VIEW HERE ⤡ (As reported on 14th February, 2021 ©The Indian Express)
“Who goes to the court? You go to the court and regret,” Gogoi said, adding that it is those who can afford to take chances, such as the big corporate, who approach the courts. “If you go to the court, you would be washing dirty linen in the court. You will not get a verdict,”
“You want a 5 trillion dollar economy but you have a ramshackled judiciary,” he commented, adding that during the pandemic, 60 lakh cases were added at the trial courts, 3 lakh in high courts and nearly 7,000 in the apex court.
“The road map is to have the right man for the job. You don’t appoint judges as you appoint officers in the government. To be a judge is a full time commitment. It is a passion. There are no working hours,” he said, stressing that the training of judges should be robust.
See also:
‘If you go to court, you don’t get a verdict,’ says former CJI Ranjan Gogoi VIEW HERE ⤡ (As reported on Feb 13, 2021) ©Scroll.in
Mukul Rohatgi, Ex-Attorney General of India, the deux ex machina behind the DHFL investors’ miseries, said in the NDTV interview⤡ (12/11/2020) by reiterating Hon. Justice Krishna Iyer, “Jurisprudence has gone astray, seem jail is rule, bail exception.”
বর্তমান কেন্দ্রীয় সরকারের জনগণ-বিরোধী কাজকম্মের ফলেই এখন বিদেশীরা আমাদের সম্পর্কে এরকম কথা বলছেনঃ
India Is No Longer a Democracy but an ‘Electoral Autocracy’: Swedish Institute ⤡ (As reported on 11th March 2021, ©The Wire)
The Freedom House also dropped India from the list of “Free Countries” in its annual report entitled “Democracy under Siege” VIEW HERE ⤡.
India is now only ‘partly free’ under Modi, says report⤡ (As reported on 3rd March, 2021 ©BBC News)
এত্তো স্বভূমির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিন্দেমন্দ, অপচ্ছেদ্দা শুনতে কারই বা ভালো লাগে! এই বর্বর দলটিকে বোঝানো মুশকিল যে সরকারের বিরুদ্ধে কথা বলা মানে দেশদ্রোহিতা নয়।
এই সবকটি বিষয় নিয়ে এবং Right to Recall লাগু করার দাবিতেআমি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনার অনুমতির সাপেক্ষে গান্ধী মূর্তির পাদদেশে আমরণ অনশনে বসতে চাই। DHFL-এর ব্যাপার নিয়ে এখনো অব্দি যেসব মানুষের চিঠি পেয়েছি এবং মৌখিক আর্তনাদ শুনতে পেয়েছি, তাতে আমার মনে হয়, পরবর্তী প্রজন্মের মুখের দিকে তাকিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আমার নিজের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া উচিত। অনুপ্রেরণা অবশ্যই বাংলার অগ্নিকন্যা। সারা ভারতবর্ষ থেকে এই DHFL প্রমুখ ব্যাঙ্কের বলিরা আপনার মুখের দিকে চেয়ে আছেন। তাঁদের অনুরোধেই শুধু নয়, আমরা স্বতঃপ্রণোদিত হয়ে আপনাকে এই চিঠি লিখছি যখন আমাদের শরীর ভেঙে পড়ছে মানুষের তৈরী করা জলবায়ু পরিবর্তন [man-made/anthropogenic glocal (global+local) heating অথবা সাদামাটা ভাষায় climate change], কোভিডের মারণাস্ত্র, সবুজ বিপ্লবের বিষ-খাদ্যগ্রহণের দরুণ। এখানে গোদের উপর বিষফোড়া হলো সম্পূর্ণ অর্থব্যবস্থার নিদারুণ প্রধ্বংস। এই ভাঙা শরীর নিয়ে, আপনার ওপর নানান শারীরিক অত্যাচারের কথা মনে রেখে, আমাদের এই নিবেদন আপনার কাছে রাখলুম। আশা করি আপনি এবং আপনার দল আমাদের সহযোগিতা করবেন।
রবি ঠাকুরের লেখা আর সুচিত্রা মিত্রের গাওয়া একটা গান দিয়ে আমাদের নিবেদনে ইতি টানছি।
না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে ? কিসের তরে এই আয়োজন এমন কলরবে ?। অগ্নিবাণে তূণ যে ভরা, চরণভরে কাঁপে ধরা, জীবনদাতা মেতেছ যে মরণ-মহোৎসবে ।। বক্ষ আমার এমন ক’রে বিদীর্ণ যে করো উৎস যদি না বাহিরায় হবে কেমনতরো ? এই-যে আমার ব্যথার খনি জোগাবে ওই মুকুট-মণি- মরণদুখে জাগাবে মোর জীবনবল্লভে ।।
শ্রদ্ধাসহ,
ড. দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়
রূপা বন্দ্যোপাধ্যায়
আখর বন্দ্যোপাধ্যায়
Once In A Blue Moon Society⤡-র তরফ থেকে
প্রতিলিপিঃ
১। ডঃ অমিত মিত্র, the Honourable Minister of Finance, Planning and Statistics, Programme Monitoring
২। শ্রী সৌগত রায়, the Honourable Member of Parliament, Lok Sabha
৩। শ্রী পার্থ চট্টোপাধ্যায়, the Honourable Minister of Commerce and Industry, Information Technology and Electronics
৪। শ্রী ডেরেক ও’ব্রায়েন, the Honourable Member of Parliament, Rajya Sabha
৫। শ্রী মহুয়া মৈত্র, the Honourable Member of Parliament, Lok Sabha
৬। শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, the Honourable Member of Parliament, Lok Sabha
Kommentare